আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটান্স ম্যাচে অদ্ভুত ঘটনা। আরসিবি তারকা লিয়াম লিভিংস্টোনের ব্যাট উড়ল আকাশে। তাঁর হাত থেকে ব্যাট উড়ে যাওয়ায় হতভম্ব হয়ে যান ভক্তরা। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নবম ওভারের ঘটনা। ঈশান্ত শর্মার অফস্ট্যাম্পের বাইরের  ডেলিভারি থার্ড ম্যানে পাঠাতে গিয়ে লিভিংস্টোনের ব্যাট উড়ে যায় হাত থেকে। 

লিভিংস্টোনের হাত থেকে উড়ে যাওয়া ব্যাট শূন্যে উড়ে আছড়ে পড়ে মাটিতে। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। হাত থেকে ব্যাট উড়ে গিয়েছে অনেকেরই। যুবভারতী ক্রীড়াঙ্গনে ডাবল উইকেট খেলতে এসেছিলেন সন্দীপ পাটিল। ব্যাট করার সময়ে তাঁর হাত থেকে ছিটকে গিয়েছিল ব্যাট। আইপিএলেও তেমনই দেখা গেল। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দৌড় থামিয়ে দেয় গুজরাট টাইটান্স। আরসিবি প্রথমে ব্যাট করে তোলে ৮ উইকেটে ১৬৯ রান। রান তাড়া করতে নেমে ১৭.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাট।  

জস বাটলার ঝড়ে উড়েই গেল আরসিবি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে তোলে ৮ উইকেটে ১৬৯ রান। রান তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স ১৭.৫ ওভারে ম্যাচ জিতে নেয়।

বাটলার ৩৯ বলে ৭৩ রানে অপরাজিত থেকে যান। এর আগে রাজস্থান রয়্যালস দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন বাটলার। এবারের মেগা নিলামের আগে রাজস্থান রয়্যালস স্থির করে বাটলারকে রিটেন করা হবে না। নিলামে গুজরাট টাইটান্স ১৫.৭৫ কোটির বিনিময়ে দলে নেয় বাটলারকে। আরসিবি-র বিরুদ্ধে ঝলসে উঠল ইংল্যান্ড তারকার ব্যাট। আর ক্রিকেটবিশ্ব জানে বাটলারের মতো তারকা একবার জ্বলে উঠলে তিনি তাঁর দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন।